img

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মাজনুন মিজানের পরিচালনায় নির্মিত নাটক ‘ম্যাজিক ওয়ার্ড’–এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিকালে সিডনির মিন্টু এলাকার একটি মিলনায়তন এ নাটকের প্রদর্শনী করা হয়। এ সময় অস্ট্রেলিয়ার সিডনিতে এ অনুষ্ঠান হয়ে ওঠে একটুকরো বাংলাদেশ। প্রবাসজীবনের কর্মব্যস্ততাকে পাশে রেখে সিডনির বাঙালি কমিউনিটি মেতে ওঠে সৃজনশীলতার এক জমজমাট আয়োজনে। ‘ম্যাজিক ওয়ার্ড’ নাটকটি আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ৩টায় চ্যানেল আইয়ে প্রচার করা হবে বলে একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে।

‘ম্যাজিক ওয়ার্ড’ নাটকটির গল্প গড়ে ওঠে প্রবাসী বাঙালিদের যান্ত্রিক জীবনের বিপরীতে মানবিক অনুভূতি ও সম্পর্কের টানাপড়েন কেন্দ্র করে। রায়হানের লেখা চিত্রনাট্য পর্দায় ভেসে উঠতেই দর্শকসারিতে নেমে আসে পিনপতন নীরবতা। জীবনের সূক্ষ্ম বাস্তবতার ছোঁয়া দর্শকের মনোযোগ ধরে রাখে। কোথাও হাসি, কোথাও চোখের কোণে জমে ওঠে জল—নাটকের সঙ্গে দর্শকদের আবেগের সংযোগ স্পষ্ট হয়ে ওঠে।

সিডনির আবাসন নির্মাতাপ্রতিষ্ঠান ‘অজ ড্রিম বিল্ট ’-এর পৃষ্ঠপোষক তালাত মাহমুদ এ সময় নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন। তিনি বলেন, এমন সৃজনশীল ও মননশীল কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতেও প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশে এ ধরনের নান্দনিক আয়োজনে সম্পৃক্ত থাকতে চাই বলে জানান তালাত মাহমুদ। 

নাটক নির্মাণ প্রসঙ্গে আবেগাপ্লুত মাজনুন মিজান বলেন, নাটকটির প্রায় ৯৫ শতাংশ দৃশ্য ধারণ করা হয়েছে সিডনিতে। অস্ট্রেলিয়ার প্রেক্ষাপটে বাজেট ছিল খুবই সীমিত। নানা প্রতিকূলতার মধ্যেই কাজটি শেষ করতে হয়েছে। তিনি বলেন, তবে এখন অভিনয়ের চেয়ে নির্মাণেই যেন বেশি আনন্দ পেয়েছি। সিডনির লোকেশন অসাধারণ, সুযোগ-সুবিধা আরও পেলে নির্মাণগুলো আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া সম্ভব বলে জানান এ নির্মাতা।

শিমুল সিকদারের চিত্রগ্রহণ ও রমজান আলীর সম্পাদনায় ‘ম্যাজিক ওয়ার্ড’ নাটকটিতে নির্মাতা মাজনুন মিজান ছাড়াও আরও অভিনয় করেছেন অভিনেত্রী দীপা খন্দকার, মাসুম বাসার, বর্ষীয়ান অভিনেত্রী শিল্পী সরকার অপু । এ ছাড়া অভিনয় করেছেন অস্ট্রেলিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী রূপন্তি আকিদ, হোসাইন দেলোয়ার, অ্যাবেলিয়া জামান, শরীফ এবং অস্ট্রেলিয়ান অভিনেতা নিকোলেট।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ